বুধবার , ৫ জুন ২০২৪ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় দলিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা

প্রতিবেদক
the editors
জুন ৫, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

রিজাউল করিম: সাতক্ষীরায় দলিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ দলিত যুব ঐক্যপরিষদ এর আয়োজনে ও ইসলামিক রিলিফের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেসরকারি সংস্থা দলিত’র ব্যবস্থাপক উত্তম কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ ফিরোজ হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যোন কোহিনুর ইসলাম, সদর সমাজসেবা কর্মকর্তা শহীদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক তাসরিন খাতুন, দলিত নেতা গৌর পদ দাস প্রমুখ।

বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা দলিত সম্প্রদায়ের সদস্যদের জীবন জীবিকার মানোন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। সচেতনতার অভাবে দলিত জনগোষ্ঠীর মেয়েদের বাল্য বিয়ে দেওয়া হচ্ছে। তারা শিক্ষা থেকে ঝরে পড়ছে।

দলিত শিক্ষার্থীরা যেমন শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে, তেমনি সহজ শর্তে ঋণ না পাওয়ায় নিজেদের পেশাকে সমুন্নত রাখতে পারছে না। ফলে দলিত জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন কঠিন হয়ে পড়েছে। এজন্য জাতপাত পেশাভিত্তিক বৈষম্য দূরীকরণে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদ প্রকল্প হাতে নিয়ে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!