রবিবার , ৯ জুন ২০২৪ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত

প্রতিবেদক
the editors
জুন ৯, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) সাতক্ষীরা প্রধান ডাকঘর মোড়স্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২৩ জুন জাকজমকপূর্ণভাবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম বার্ষিকী উদযাপন, ১৯ জুন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ স. ম আলাউদ্দীন এর ২৯তম মৃত্যুবার্ষিকী পালন এবং জুলাই মাসে জেলার চারজন দলীয় সংসদ সদস্য ও দলীয় উপজেলা চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, মাস্টার নীলকন্ঠ সোম, শাহানা আক্তার বুলু ও মীর মোস্তাক আহমেদ রবি, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আ.হ.ম. তারেক উদ্দীন ও মোঃ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার ও কাজী আকতার হোসেন, জেলা আওয়ামী লীগের নেতা ডা. মুনসুর আহমেদ, অ্যাড. ওসমান গণি, অধ্যাপক আফছার আহমেদ, অ্যাড. আজহারুল ইসলাম, শেখ হারুন-উর-রশিদ, আরাফাত হোসেন, অ্যাড. অনিত মুখার্জী, গাজী আনিছুজ্জামান আনিছ, জে.এম. ফাত্তাহ, শিমুন শাম্স, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাস, শেখ আব্দুল কাদের, শেখ এজাজ আহমেদ স্বপন, শামীমা পারভীন রতœা, ডা. সুব্রত কুমার ঘোষ, শেখ আসাদুজ্জামান লিটু, রাজ্যেশ্বর দাশ, সরদার ফিরোজ আহমেদ, এস.এম. শওকত হোসেন, অ্যাড. মোজাহার হোসেন কান্টু, মাস্টার নরিম আলী মুন্সি, মুজিবর রহমান, শেখ নাসেরুল হক, শেখ আব্দুর রশিদ, মোঃ শাহজাহান আলী, মোঃ সাহাদাৎ হোসেন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাঈদ মেহেদী, মোঃ আব্দুল কাদের, সাজেদুর রহমান খান মজনু চৌধুরী, মীর মোশাররফ হোসেন মন্টু, আসাদুজ্জামান অছলে, অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শেখ মনিরুল হোসেন মাছুম, সৈয়দা নাজমুন আসিফ মুন্নি, ইসমত আরা বেগম ও শম্ভুজিৎ মন্ডল।

সভায় আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদকে আহবায়ক এবং শাহানা আক্তার মুহিত, লাইলা পারভীন সেঁজুতি, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আ.হ.ম. তারেক উদ্দীন, মোঃ আসাদুজ্জামান বাবু, আতাউর রহমান গোলদার, কাজী আকতার হোসেন, শেখ হারুন-উর-রশিদ, শেখ আব্দুর রশিদ, শেখ নাসেরুল হক, মোঃ শাহজাহান আলী, মোঃ সাহাদাৎ হোসেনসহ জেলার সকল অংগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে সদস্য করে কমিটি গঠন করা হয়।

সভায় ১৯ জুন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ স. ম আলাউদ্দীন এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওইদিন সকাল ১০টায় তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামে মরহুমের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও দো’য়া অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কলারোয়া উপজেলা নির্বাচনোত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাজেদুর রহমান খান মজনু চৌধুরীর উপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। এই বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
এছাড়া সভায় জুলাই মাসে নির্বাচিত দলীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান যথাক্রমে অধ্যাপক ডা. আ.ফ.ম. রুহুল হক এমপি, ফিরোজ আহমেদ স্বপন এমপি, এস.এম. আতাউল হক দোলন এমপি, লাইলা পারভীন সেঁজুতি এমপি, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ.বি.এম. মোস্তাকিম, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান-কে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!