গাজী মোমিন উদ্দীন
কিছুদিন আগেও অসহ্য গরমের কষ্ট পেলেও বেরসিক আবহাওয়ার সুমতি হয়েছে। কখনও ঠান্ডা হাওয়া, কখনও হালকা বৃষ্টি দিয়ে আমাদের তার উপর যত অভিমান, সব ভুলিয়ে রাখার চেষ্টা করছে। প্রচণ্ড মেঘের রাজ্য ভেঙে আজ যেন সব বৃষ্টি উজাড় করে দিল। সেই বৃষ্টির মধ্যে দৈনিক পত্রদূতের নবম সাহিত্য সভায় আসতে পারা আর যুদ্ধজয় যেন সমান ছিল। ঐ সাহিত্যসভা থেকেই এ লেখাটি লিখতে মনস্থির করি।
শৈশবে যে সমস্ত নন্দিত মানুষের যৎসামান্য সান্নিধ্য পেয়েছি, সে তালিকা নাতিদীর্ঘ। তবুও তাদের হাতে আমার আজকের এই মানুষ হয়ে ওঠা, সামাজিকতার বেষ্টনীতে ঢুকে পড়া, সাংস্কৃতিক পরিম-লের বাসিন্দা হওয়া। যেকোনো ভবনের উঁচুতে উঠতে লিফট বা সিঁড়ি প্রয়োজন, তেমনি প্রতিটি মানুষের বড় হয়ে ওঠার পিছনে কারো না কারো ভূমিকা থাকে প্রত্যুজ্জ্বল।
আমার রাজনীতির হাতেখড়ি হয় অষ্টম শ্রেণিতে পড়াকালে। বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলা শাখার কর্মী সংগ্রহে সে সময় ব্যাপক তৎপর ছিল। সেই তৎপরতার অংশ হিসেবে তাদের প্রতিদিনের ঝটিকা অভিযান চলতো তালার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। একদিন এই অভিযানের স্পর্শ পেল খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। আমি ক্লাসের ফার্স্ট বয়। আমাকে নিয়ে শিক্ষকদের উচ্চাশা যে আমি বহুল আকাক্সিক্ষত জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হব। সম্ভবত ১৯৯২ সাল পর্যন্ত ওই স্কুল থেকে কেউ এই সাফল্য অর্জন করতে পারেনি। এই কারণে শিক্ষকেরা চেয়েছিলেন আমি যেন রাজনীতিতে না জড়াই।
আরও একটি কারণ ছিল আমার চরম দারিদ্র্য। বাবার সারাদিনের খাটুনির পর আমার লেখাপড়া নিয়ে আলোচনা ছিল প্রধান অনুসঙ্গ। সেটাই তাঁর খুশির উপাদানও। একজন অভাবী খেটে-খাওয়া মানুষ হলেও তিনি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসতেন। জাতীয় নির্বাচন এলে নৌকা বানিয়ে বাড়ির সামনে টাঙিয়ে দিতেন। মিছিল মিটিং করতেন। এসব দেখে মূলত আমি বঙ্গবন্ধু সম্পর্কে জানতে শুরু করি। বাবার সাথে মিছিলে যাই, মিটিং করি, দেওয়াল লিখনে যাই।
আমি অষ্টম শ্রেণিতে পড়াকালে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হই। আমাদের এলাকায় তখন জাতীয় পার্টির প্রভাব খুব। তালা উপজেলা সভাপতির বাড়ি আমার ওয়ার্ডে। ফলে কিছুটা চাপের মধ্যে পড়তে হয়েছিল। এই সময়ে যার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছিল, তিনি আর কেউ নন, সাতক্ষীরার গণমানুষের নেতা স. ম আলাউদ্দীন। পরবর্তীতে আমার এলাকার স্কুল শিক্ষক প্রয়াত মুকুন্দ রায়ের সহযোগিতায় এই মানুষটির কাছে যাওয়া। বেশ ঘন ঘন আমরা তাঁর কাছে যেতাম। অসাধারণ ব্যক্তিত্বের এক চমকপ্রদ মানুষ ছিলেন তিনি। তাঁর ব্যবহার যারা পেয়েছে, শুধু তারাই বলতে পারবেন ব্যবহার কাকে বলে। মানুষকে আকৃষ্ট করতে তাঁর ব্যবহার অনুকরণীয় ও অনুসরণীয়।
রাজনীতি অত সহজ ব্যাপার নয়। রাজনীতিতে মানুষের ভালোবাসা পেতে হলে তাকে হতে হয় নির্মোহ, নির্লোভ ও উদার মানসিকতার। স. ম আলাউদ্দীন ছিলেন ঠিক এমন একজন মানুষ। ফলে মানুষ তাঁর চারপাশে গিজগিজ করতো। তিনি যেন ছিলেন মৌচাক। এই পরিচয়ের সূত্র ধরে যখন ধীরে ধীরে ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে যাওয়া শুরু হল, বক্তৃতা দেওয়ার হাতেখড়ি নেওয়া হল, তখন খুব অল্প সময়ের মধ্যে বেশ পরিচিতি জুটে গেল।
আকস্মিক ঘটে যাওয়া ঘটনায় খলিলনগর হাইস্কুল ছেড়ে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির থেকে এসএসসি পরীক্ষা দিতে হলো। পরীক্ষার পর পুরোদমে ছাত্রলীগের রাজনীতির সাথে একাত্ম হই। তালা উপজেলা ছাত্রলীগের সে সময়ের সভাপতি মীর জাকির হোসেনের কমিটিতে স্থান পাই। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচন নিয়ে তখন তোলপাড়। সেই তোলপাড়ের মধ্যে কে দলীয় মনোনয়ন পাবেন, এসব নিয়ে সবার মধ্যে আলোচনা চলছে। স. ম আলাউদ্দীনের সাথে তখন সুসম্পর্ক আর স্নেহ পাওয়ার সুবাদে উদীয়মান তরুণ কর্মী হিসেবে চেয়েছিলাম স. ম আলাউদ্দীন মনোনয়ন পাবেন। তিনি মনোনয়ন না পাওয়ায় স্বাভাবিকভাবে কিছুটা আশাহত হলেও নেমে পড়ি নৌকার পক্ষে। ১২ জুন নির্বাচনে নৌকা বিজয়ী হয়। কিছু স্থগিত কেন্দ্রে নির্বাচন ছিল ১৯ জুন। সাতক্ষীরার গণমানুষের পত্রিকা, তার প্রাণের স্ফূরণ পত্রদূত অফিসে বসে কাজ করার সময়ে আততায়ীর হাতে তিনি গুলিবিদ্ধ হন ও মারা যান। হারিয়ে যান আমাদের স. ম আলাউদ্দীন। ঐদিনে একটি মামলা হয়, যার নাম্বার ১০, ১৯/০৬/১৯৯৬। সাতক্ষীরার আকাশ বাতাস ভারী হয় হাজার হাজার মানুষের দীর্ঘনিঃশ্বাসে। রাত পোহানোর পর সাতক্ষীরা ভরে যায় মানুষে। সেদিন আকাশও যেন শোকে মূহ্যমান ছিল। সারাদিন ছিল কালো মেঘে ঢাকা। উচ্চ মাধ্যমিকে প্রথম বছর পার করছি তখন। এর আগে তিনি তালার মানুষের কাছে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সমধিক পরিচিত ছিলেন। একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি নেমে পড়েন মহান মুক্তিযুদ্ধে। তিনি শুধু যুদ্ধ করেননি, যুদ্ধে জনমত গঠন ও মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে সংগঠকের ভূমিকাও পালন করেন। তিনি তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাহাজ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। আমার ভালো মনে আছে সেই নির্বাচনে একদিন শোডাউনে ট্রাক, পিকআপ নেওয়া হয়েছিল। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও দুপুরের পরে মেঘ ডাকতে থাকে, বিকেলে বর্ষা শুরু হয়। আমাদের ইউনিয়ন খলিলনগরে তখন কাঁচা রাস্তা। ফলে কাদায় আটকে গিয়েছিল সব যানবাহন। এসময়ে এই মহান মানুষটি খলিলনগর বাজারে একটি পথসভায় বক্তৃতা করেছিলেন। আমার বাবা বাঁশপাতা কাগজে জাহাজ এঁকে আমাদের বাড়ির সামনে টাঙিয়ে দিয়েছিলেন। নিজ ওয়ার্ডের জিএম আব্দুল আলী তখন মোরগ মার্কা নিয়ে চেয়ারম্যান প্রার্থী। আমাদের এলাকায় হাতে তখন গোনা কিছু মানুষ গোপনে বা প্রকাশ্যে জাহাজ মার্কার পক্ষে কাজ করছিল। আমার বাবা প্রকাশ্যেই জাহাজের পক্ষে কাজ করায় ঝামেলা পোহাতে হয়েছিল। তারপর যা হয়েছিল সে ইতিহাস সবার জানা।
স. ম আলাউদ্দীন আসলে একটি নাম নয় শুধু, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। তাঁর হাতে গড়া বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল এখন আলো ছড়াচ্ছে। তাঁর প্রতিষ্ঠিত ভোমরা স্থলবন্দর এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। তিনি আধুনিক সাতক্ষীরার স্বপ্নদ্রষ্টা। তাঁর সান্নিধ্য, তাঁর স্পর্শ তথা তাঁর উন্নয়ন ও জনবান্ধব কর্মসূচির কথা বললে শেষ হবে না। আজকের এই লেখায় তাঁর প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
আগামী প্রজন্ম যাতে তাকে মনে রাখতে পারে, সে জন্য দৈনিক পত্রদূতকে এগিয়ে আসতে হবে। পত্রদূতকে এই অঞ্চলের জনপদের সাহিত্যপ্রিয় মানুষকে একত্র করে স. ম আলাদ্দীনের স্বপ্ন পূরণে এগিয়ে আসতে হবে। কোনো জাতিকে যদি সামাজিক, রাজনীতি সচেতন ও সংস্কৃতিমনা করে গড়ে তুলতে হয়, অবশ্যই সে জাতিকে সাহিত্যের প্রতি আকৃষ্ট ও আগ্রহী করতে হবে। এক্ষেত্রে পত্রদূত এই গুরুদায়িত্বটি পালন করতে পারে। ফলে পত্রিকাটির প্রতিষ্ঠাতা স. ম আলাউদ্দীনের যে মনোবাসনা ছিল, যে লক্ষ্য ছিল তা সহজে পূরণ হওয়া সম্ভব। তাঁর রেখে যাওয়া কাজ করতে পারলে আমরা যারা তাঁকে ভালোবাসি, শ্রদ্ধা করি, মনেপ্রাণে লালন করি, তারাও কিছুটা তাঁর প্রতি ঋণ পরিশোধ করতে পারবো। ঋণ পরিশোধের চেষ্টা আমরা করব না, সে ঔদ্ধত্য দেখানোও ঠিক হবে না, তবুও তাঁর প্রতি কৃতজ্ঞতা দেখানো হবে। আমাদের অন্তরের এই মানুষটি যেখানে থাকুক, ভালো থাকুক এই প্রত্যাশা করছি। তাঁর দ্যুতিতে আলোকিত হোক তার চেতনার মানুষেরা।
লেখক : সিনিয়র শিক্ষক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
(তানজির কচি সম্পাদিত ও ম্যানগ্রোভ প্রকাশিত স্মারকগ্রন্থ দীপ্ত আলাউদ্দীন থেকে উদ্ধৃত)