ডেস্ক রিপোর্ট: মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্য চিত্র প্রদর্শন। স্থান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ। রোববার বিকাল। গান গাইতে এসেছিলেন সঙ্গীতশিল্পী চন্দনা মজুমদার ও সন্দীপন। কিন্তু অডিয়েন্স ফাকা।
মানব পাচার প্রতিরোধে কনসার্ট আয়োজনের জন্য ব্যয় করা লাখ লাখ টাকা গেল পানিতে। কনসার্টে সবমিলিয়ে একশ থেকে দেড়শ লোকের উপস্থিতি দেখা গেছে।
সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল তাদের ‘আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের আওতায় এই কনসার্ট আয়োজন করেছিল। তবে বিজ্ঞাপনী সংস্থা কুল এক্সপোজারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কনসার্টটি শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে।