Tuesday , 7 November 2023 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

প্রতিবেদক
admin
November 7, 2023 12:19 pm

ডেস্ক রিপোর্ট: বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। বিক্ষোভ থেকে একসঙ্গে দুই বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন শ্রমিকরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন ধরেই কোনাবাড়ীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী, বাইমাইল ও জরুনসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও ভাঙচুর করেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এসময় আজমেরী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে আগুন দেন শ্রমিকরা। তখন যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন জানান, বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক বিক্ষোভ করছেন। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো অবরোধ করেছেন। এক পর্যায়ে তারা দুইটি বাসে আগুন দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত