কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন বেষ্টিত খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদে কর ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাস এর অর্থায়নে ডরব্-ইভলভ্ প্রজেক্টের আওতায় প্রথম বারের মতো এই কর ও সেবা মেলা অনুষ্ঠিত হয়।
ডরব্ ইভলভ্ প্রজেক্টের উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেট মোঃ হারুন অর রশিদ এর সঞ্চালনায় বাগালী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ গাজী কর ও সেবা মেলার উদ্বেধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলাউদ্দিন হোসেন, আতাউর রহমান, ইউপি সচিব ইকবাল হোসেন ও প্রকল্পের পিসি প্রতিভা বিকাশ সরকার।
কর প্রদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উৎসাহিতকরণে এই মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরের সেরা কর দাতা হিসাবে ৩ জনকে সম্মাননা প্রদান করা হয়।
পরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কর ও সেবা মেলায় উপস্থিত সকলের মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়।