সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে পিতার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে মনিরুল ইসলাম বাবু (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
বুধবার (২৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মনিরুল ইসলাম বাবু একই এলাকার আকছেদুর রহমান গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে তার পিতার সাথে মনোমালিন্য হওয়ায় সে অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের ভাই আবু সাঈদ জানান, মনিরুল আগে থেকেই একটু মানসিক ভারসাম্যহীন ছিল। তাকে গত ৭-৮ মাস আগে বিয়ে দেওয়া হয়। দুই মাস হল তার বউ তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে সে অস্বাভাবিক হয়ে যায়। আজ দুপুরে ভাত খাওয়ার পর সাড়ে ৩টার দিকে সে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
শ্যামনগর থানার এসআই লিটন মল্লিক বলেন, ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এখন আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা পাঠানোর ব্যবস্থা করছি।