সোমবার , ১ জুলাই ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পাইকগাছার মিলন সরকার দেশের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

প্রতিবেদক
the editors
জুলাই ১, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার দ্বীপ বেষ্টিত দেলুটি ইউনিয়নের তেলীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন সরকার দেশের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

গত ২৬ জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি স্বর্ণপদক গ্রহণ করেন।

স্বর্ণপদক নিয়ে তিনি রোববার দুপুরে পাইকগাছার উদ্দেশ্যে উপজেলার কাশিমনগর সীমান্ত থেকে মোটর শোভাযাত্রা সহকারে পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে আসেন। এ সময় মিলন সরকারসহ উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা মিলে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি রবিন্দ্র নাথ রায়, সম্পাদক নুরুজ্জামান, সহকারী শিক্ষক সমিতির সভাপতি এস কে আসাদুল্লাহ মিঠু, সম্পাদক রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, বি এম আক্তার হোসেন, এস এম শফিকুল ইসলাম, ডিএম শফি, আশুতোষ কুমার মন্ডল, আব্দুস সবুর খান, আব্দুর হাদী, কামরুল ইসলাম, এস এম জাহাঙ্গীর, খলিলুর রহমান, নাজিরা আক্তার, খুরশিদা আক্তার, অর্পণ দাশ, বিজন কান্তি বিশ্বাস, আব্দুল আলীম, দীপক কুমার মন্ডল, সুকুমার গোলদার, আলমগীর হোসেন, রুহু আলামীন, সাইফুল্লাহ হাসান, আজাহারুল ইসলাম, ব্রজেন মন্ডল, সোহরাব হোসেন, আফজাল হোসেন, সনদ্বিপ, নবদ্বীপ, সুকান্ত হাওলাদার প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!