বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আটুলিয়ার মাদক ব্যবসায়ী রফিকুল বেপরোয়া!

প্রতিবেদক
the editors
জুলাই ৪, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ

সুলতান সাহজান, শ্যামনগর: বেপরোয়া হয়ে উঠেছেন শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম। এলাকায় গড়ে তুলেছেন শক্তিশালী মাদক সিন্ডিকেট। নিজের বাড়িতে বসেই গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা বিক্রি করেন তিনি। তার সরবরাহকারী হিসেবে কাজ করেন আরো প্রায় ১ ডজন ব্যবসায়ী।

খোলপেটুয়া নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা হওয়ার সুবাধে নৌকা যোগে মাদক সরবরাহ করেন উপকূলীয় গাবুরা ও পদ্মপুকুরেও।

নিরাপত্তার স্বার্থে তার বাড়ির আশপাশে সব সময় কয়েকটি স্থানে পাহারাদার থাকেন।

স্থানীয় যুবলীগ নেতা হাসান, মিলন ও কালামের সাথে সখ্যতা গড়ে তুলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি।

স্থানীয়রা প্রতিবাদ করার চেষ্টা করলে হাসান, মিলন ও কালামসহ তাদের সঙ্গপাঙ্গরা তার হয়ে লড়তে নেমে যায় মাঠে। দেওয়া শুরু করে হুমকি ধামকি।

সম্প্রতি মাদক ব্যবসার প্রতিবাদ করাই তার এই সিন্ডিকেটের রোষানলে পড়েছেন সাবেক সেনা সদস্য সাইদুর রহমান।

জানা গেছে, সাইদুর রহমানের বাড়ির সামনে ইয়াবা বিক্রির সময় তিনি রফিকুলকে হাতে নাতে ধরে ফেলেন। কিন্তু পুলিশে কল দেওয়ার আগেই রফিকুলকে ছাড়িয়ে নিয়ে যায় তার শক্তিশালী সিন্ডিকেট। একই সাথে তারা সাইদুর রহমানের উপর হামলা করার চেষ্টা করে ও তাকে হুমকি ধামকি দেয়।

এ ঘটনায় বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাইদুর রহমান। উপায় না পেয়ে গত ২ জুলাই শ্যামনগর থানায় জিডিও করেছেন তিনি।

জানা গেছে, রফিকুল ২০১৬ ও ২০১৭ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার হন। কিন্তু পরে জামিনে মুক্তি পেয়ে ফের শুরু করেন মাদক ব্যবসা। এখন রীতিমতো মাদক সম্রাট হয়ে উঠেছেন তিনি।

স্থানীয়রা জানান, রফিকুলের কারণে তার প্রতিবেশীরাও অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু তার বিরুদ্ধে কথা বলার সাহস পান না কেউ। কথা বললেই মাদক সিন্ডিকেটের রোষানলে পড়তে হয়।

তাদের দাবি, তদন্তপূর্বক মাদক ব্যবসায়ী রফিকুলকে আইনের আওতায় আনা হোক। দেওয়া হোক দৃষ্টান্তমূলক শাস্তি। ভেঙে দেওয়া হোক তার মাদক সিন্ডিকেট।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!