ডেস্ক রিপোর্ট: ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচের পর একটানা ৫৬ দিনের বিরতি টিম বাংলাদেশের। আপাতত কোনো খেলা নেই টাইগারদের।
তবে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম আর তাওহিদ হৃদয়রা এখন খেলার মধ্যেই আছেন। সাকিব যুক্তরাষ্ট্রে মেজর লিগ খেলতে গেছেন। আর বাকিরা লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএল খেলছেন।
টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের বাকি সদস্যরা কী করছেন? তারা কি দীর্ঘ ছুটি কাটাচ্ছেন? জাতীয় দলের খেলা আবার কবে কোথায়?
জুলাই মাসে জাতীয় দলের কোনো খেলা নেই। টিম বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট হলো আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাবে নাজমুল হোসেন শান্তর দল। ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু বাংলাদেশ আর পাকিস্তানের প্রথম টেস্ট। পরের টেস্ট ৩০ আগস্ট শুরু করাচিতে।
যেহেতু ২ ম্যাচের টেস্ট সিরিজ, তাই ওই সিরিজের প্রস্তুতিই হবে এখন। আগামী ২০ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তান সফরের প্রাথমিক প্রস্তুতি। ২০ জুলাই থেকে জাতীয় দলের পূর্ণাঙ্গ আবাসিক অনুশীলন ক্যাম্প শুরু চট্টগ্রামে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্র নিশ্চিত করেছে, ওয়ানডে আর টি-টোয়েন্টি দলের বাইরে যারা গত এক বছর টেস্ট দলে ছিলেন; তাদের প্রায় সবাই থাকবেন ওই ক্যাম্পে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের বাইরে যারা টিম বাংলাদেশের টেস্ট স্কোয়াডের সদস্য, তারা সবাই বাংলাদেশ টাইগার্সের হয়ে চট্টগ্রামেই অনুশীলন করছেন। তবে মাঝে কয়েকদিনের বিরতি।
আবার ১৫ জুলাই থেকে চট্টগ্রামেই বাংলা টাইগার্সের টেস্ট পারফরমাররা লাল বলে প্র্যাকটিস করবেন। জানা গেছে, মুশফিকুর রহিম, মুমিনুল হক, খালেদ আহমেদ, তাইজুল ইসলামরা টাইগার্সের হয়ে লাল বলে প্র্যাকটিস করছেন। তারা সবাই ২০ জুলাই থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন।
ক্রিকেট অপসের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, হেড কোচ চন্দিকা হাথুরুসিংহেসহ সব বিদেশি কোচই ওই অনুশীলন ক্যাম্পে ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন। সব ভিনদেশি কোচ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আপাতত ছুটিতে। ছুটি শেষে তারা চলতি মাসে ১৮-১৯ তারিখ নাগাদ ঢাকা ফিরে আসবেন।
হেড কোচ হাথুরুসিংহে, প্রধান সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসসহ সবাই শুরু থেকেই টেস্ট দলের প্রস্তুতি কর্মকাণ্ডে অংশ নেবেন।