রিজাউল করিম : ‘আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনতা ব্যাংক সাতক্ষীরার বাকাল শাখায় গ্রাহক সচেতনতা সপ্তাহ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১২টায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জনতা ব্যাংক বাকাল শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক সেখ আমীর আলী।
আরও বক্তব্য রাখেন জনতা ব্যাংক কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম, এস.পি.ও মিন্টু কুমার সরখেল।
এসময় উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক বাকাল শাখার সিনিয়র অফিসার মো. আজিজুর রহমান,সিনিয়র অফিসার মো. অলিউন নাছির, সিনিয়র অফিসার নেপাল চন্দ্র সরকার,সিনিয়র অফিসার প্রাণ কৃঞ্চ মল্লিক, সিনিয়র অফিসার মল্লিক সাদিকুর রহমান, অফিসার সুজন ঘোষ, অফিসার মো. আল আমিন, অফিসার শর্মিলা রানী, অফিসার তানভীর ফয়সাল,শফিকুল ইসলাম, সুবল চন্দ্র মহলদার প্রমুখ।
এসময় বক্তারা ঋণ পরিশোধে গ্রাহকদের করণীয়, প্রবাসী বাংলাদেশি ও তাদের প্রিয়জনদের করণীয়, আমানতকারীদের দায়-দায়িত্ব, ঋণের জামিনদারদের দায়-দায়িত্ব, ঋণ গ্রহীতাদের দায়-দায়িত্ব এবং আর্থিক সংবেদনশীল তথ্যের গোপনীয়তা বজায় রাখতে করণীয় সম্পর্কে আলোচনা করেন।