ডেস্ক রিপোর্ট: বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাব্যবস্থাকে ডিজিটাইজ করেছেন উল্লেখ করে আগামীর আধুনিক ও যুগোপযোগী স্মার্ট শিক্ষাব্যবস্থা বিনির্মাণে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়েছেন
সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
মঙ্গলবার (০৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই আহবান জানান।
সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু সাইদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান।
সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাধন আইচ শুভ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, সদর আসনের সংসদ সদস্যের সহধর্মিণী ও স্কুলের সাবেক শিক্ষার্থী মোছা. করিমন নেছা, স্কুলের সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস্, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, আলাউদ্দীন আলী প্রমুখ।