বৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বিষয়ক মতবিনিময়

প্রতিবেদক
the editors
অক্টোবর ২৬, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিক-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, সরদার নুরুল ইসলাম কোম্পানি, মোঃ আছের আলী মোড়ল, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম নবী, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, মোঃ রিয়াছাদ আলী, ইমতিয়াজ উদ্দিন, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন বলেন, সুন্দরবন শুধু আমাদের জাতীয় সম্পদই নয়, এটি আমাদের জাতীয় বনের মর্যাদাও পেয়েছে। এ ধরনের বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য বিশ্বে আর দ্বিতীয়টি নেই। যেমন দুর্গম, তেমনি জীববৈচিত্র্যে ঠাসা এই বন বিভিন্ন কারণে ঝুঁকির সম্মুখীন। এর চারপাশের প্রান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকা প্রতিবেশ সংকটাপন্ন হিসেবে ঘোষণা করেছে সরকার। ফলে যে কেউ ইচ্ছে করলেই অবাধে গাছগাছালি কর্তন করতে পারে না।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!