মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: দেশ ও মানুষের কল্যাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
শনিবার (১ জুলাই) বেলা ১১টায় রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের কনফারেন্স রুমে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান।
এসময় তিনি আরোও বলেন, ২০০৮ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে এপর্যন্ত বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে পদ্মাসেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলি টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একের পর এক মেগা প্রকল্প উপহার দিয়েছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা, ঘরে ঘরে বিদ্যুৎ, বীজ, সার ও কীটনাশকসহ কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ পৌঁছে দেয়ার পাশাপাশি দেশের অবকাঠামোগত উন্নয়ন সাধন এবং অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নানামূখী ভাতার ব্যবস্থা চালু করা হয়েছে।
অন্যদিকে বিএনপি তাদের আমলে বাংলাদেশকে শোষণ, দেশের অর্থ ও সম্পদ লুণ্ঠন এবং সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে। তাই দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে।
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমানের সভাপতিত্বে পরিচিতি সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক, নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, মোসলেহ উদ্দীন সরদার মুকুল, প্রফেসর আব্দুল কাদের মৃধা, মো. আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, শেখ মোনায়েম হোসেন ও আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, আইন বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক প্রভাষক শেখ শরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শামসুজ্জামান মোল্যা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাফিজুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশুতোষ সরদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি ও আসাদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।