রবিবার , ৩ মার্চ ২০২৪ | ১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শেষবার মাঠে নামার সুযোগ পাচ্ছেন ওয়াগনার!

প্রতিবেদক
admin
মার্চ ৩, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: আগেই জানানো হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের একাদশে থাকছে না। স্কোয়াডে থেকেও একাদশে সুযোগ না পাওয়াকে মেনে নিতে পারেননি নেইল ওয়াগনার। কান্নাজড়ানো কণ্ঠেই জানিয়েছিলেন, সাদা পোশাকটা এবার তুলে রাখতে চান তিনি। তবে এরমাঝেও সুযোগ পেয়েছেন তিনি। সেটা বদলি ফিল্ডার হিসেবে। ভাগ্য সহায় হলে দ্বিতীয় টেস্টে থাকতে পারেন মূল একাদশেই।

সিরিজের প্রথম টেস্টে উইল ও’রুর্কিকে চোটে পরায় বদলি হিসেবে ফিল্ডিং করতে হয়েছে তাকে। দর্শকদের কাছ থেকেও পেয়েছিলেন অভিবাদন। আর রুর্কিকের চোটের কারণেই দ্বিতীয় টেস্টে একাদশে জায়গা পেতে পারেন ওয়াগনার। ম্যাচ শেষ এমনটাই ইঙ্গিত দিয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি।

নিউজিল্যান্ডের হয়ে ২০১২ সালে অভিষেক হয় ওয়াগনারের। এরপর ৬৪ টেস্টে পেয়েছেছেন ২৬০টি উইকেট। ৩৭ বছর বয়সী এই পেসার যে নিজের ক্যারিয়ারের শেষ দিকে আছেন, তা আগেই জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে অস্ট্রেলিয়া সিরিজে তিনি সুযোগ পাবেন না, তাও জানিয়ে দেওয়া হয়েছিল। তবে এক ইনজুরির কারণেই খুলে যেতে পারে তার কপাল।

ম্যাচ শেষে উইলের চোট নিয়ে সাউদি বলেন, ‘আমাদের এখনো আলোচনা হয়নি। আমরা দেখব উইলের অবস্থা কি। ফিজিওরা এখনো জানায়নি তার চোটটি কতটা খারাপ। আমরা শুধু অপেক্ষা করব এবং দেখব যে আগামী কয়েকদিন উইলের অবস্থা কেমন হয়। আমি নিশ্চিত যে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে একটি আপডেট পাব আমরা।’

একারণেই হয়ত মাঠে দেখা যেতে পারে ওয়াগনারকে। মাঠ থেকে নিজের ক্যারিয়ারকে বিদায় জানানোর সুযোগও পাবেন তিনি। প্রথম টেস্টে চার পেসার নিয়ে মাঠে নামে কিউইরা। দ্বিতীয় টেস্টে একই পরিকল্পনা থাকলে ওয়াগনারই তাদের ভরসা।

ওয়াগনারের দলে ফেরার ব্যাপারে ইঙ্গিত দিয়ে সাউদি বলেন, ‘আমাদের এগিয়ে যেতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে কে আসবে এবং ক্রাইস্টচার্চে আমরা তাকে কোন ভূমিকায় দেখতে চাই। (ওয়াগনারের) গত সপ্তাহে এখানে একটি দুর্দান্ত অভ্যর্থনা পেয়েছিল। যেখানে তিনি মাঠে কয়েকটি দারুণ মুহূর্ত পেয়েছেন এবং তিনি লম্বা সময় ধরেই ভক্তদের কাছে প্রিয়।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সুনির্দিষ্ট অভিযোগ: লক্ষ্মীপুর-ব্রাহ্মণবাড়িয়ার দুই উপ-নির্বাচনের গেজেট স্থগিত

দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম তাকরিম

ইফতার মুখে নিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন খেলাফত মজলিসের আমীর

রুমায় কেএনএফের ছোড়া গু লি তে সেনা সদস্য আ হ ত

কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম খোকন

কয়রায় বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

শেখ হাসিনার পদত্যাগ: মীমাংসিত বিষয়ে সরকারকে বিব্রত না করার আহ্বান রাষ্ট্রপতির

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক হেলপারের মৃত্যু

তালায় পানি নিষ্কাশনের খাল দখল করে বাড়ি নির্মাণ

দক্ষিণ কোরিয়ায় বন্যা: টানেল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার

preload imagepreload image