আন্তজার্তিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় বন্যায় বিভিন্ন টানেলে অনেক গাড়ি আটকা পড়েছে। উদ্ধারকারীরা টানেলে আটকে পড়া গাড়ি থেকে অন্তত ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে।
উদ্ধারকাজ চলছে।
৬৮৬ মিটার দীর্ঘ টানেলে কতজন লোক এখনও আটকা পড়েছে তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, সেখানে ১৫টি যানবাহন ডুবে গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, খুব দ্রুত একটি আকস্মিক বন্যায় চেওংজু শহরের ওসোং শহরতলিতে থাকা টানেলটি ভেসে গিয়েছিল। যার কারণে চালক ও সেখান থেকে বের হতে পারেননি।
রোববার (১৬ জুলাই) সকালে টানেলটিতে আটকে পড়া একটি বাসের ভেতর থেকে পাঁচজনেরসহ মোট ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই নিয়ে বন্যায় মোট মৃতের সংখ্যা কমপক্ষে ৩২-এ পৌঁছেছে।
ভারী বর্ষণের কারণে ভয়াবহ অবস্থা দক্ষিণ কোরিয়ার। অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে পার্বত্য উত্তর গিয়ংসাং অঞ্চলে। সেখানে ভূমিধসে অনেক ঘরবাড়ি ভেসে গেছে।