বুধবার , ২২ নভেম্বর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নদীর চরের গাছের গোড়া থেকে মাটি কেটে ভিটা ভরাট!

প্রতিবেদক
the editors
নভেম্বর ২২, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড় কুপট (বদ্দীবাড়ি খেয়াঘাট) সংলগ্ন নদীর চরের গাছের গোড়া থেকে মাটি কেটে ভিটা ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ও গাবুরা নেকজেনীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম মন্ডলের বিরুদ্ধে।

বুধবার (২২ নভেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, নদীর চরের গাছের গোড়া থেকে প্রায় ২০ জন নারী-পুরুষ শ্রমিক মাটি কেটে নিয়ে গৌতম মন্ডলের জায়গা ভরাট করছেন।

উপকূল রক্ষা বাঁধের পাশ থেকে এভাবে মাটি কাটার কারণে ভাঙ্গন লাগার আশংকা রয়েছে বলে জানায় এলাকাবাসী।

বড় কুপট গ্ৰামের নীমল মন্ডল বলেন, প্রকৃতিক দুর্যোগ আসলে বেড়িবাঁধ নিয়ে আমরা আতংকে থাকি। শিক্ষিত মানুষ হয়েও নদীর চরে পুকুর তৈরি করলে আমরা আর কি বলবো?

পরিবেশ কর্মী আব্দুল হালিম জানান, গাছ আমাদের রক্ষা করে। আমরা যদি গাছ কাটি, গাছের গোড়ার মাটি কাটি, তাহলে পরিবেশের বিপর্যয় ঘটবে।

এবিষয়ে গৌতম মন্ডল বলেন, আমাদের মাটি প্রয়োজন তাই কাটছি।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন, নদীর চরের মাটি কাটার কোনো সুযোগ নেই। আমি নায়েবকে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করবো।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!