ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ট্রাফিক ভবন থেকে লুট করে নিয়ে যাওয়া কমিউনিটি ব্যাংকের এটিএম বুথটি উদ্ধার হয়েছে। তবে, উদ্ধার করা সম্ভব হয়নি বুথে থাকা টাকা।
মঙ্গলবার (১৩ আগস্ট) শিক্ষার্থীদের সহায়তায় শহরতলীর বিনেরপোতা এলাকা থেকে এটিএম বুথটি উদ্ধার হয়। পরে সেটি সদর থানায় পৌঁছে দেন স্থানীয়রা।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান বলেন, ব্যাংকের এটিএম বুথ উদ্ধার হয়েছে। বুথে ওই সময়ে কত টাকা ছিল সেটি আমাদের জানা নেই।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট ট্রাফিক পুলিশের ভবন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের এটিএম বুথসহ এতে থাকা বেশকিছু টাকা লুট হয়। বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় এটিএম বুথটি আজ উদ্ধার হয়েছে। তবে ব্যাংকের এটিএম বুথে থাকা টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। লুণ্ঠিত অর্থ ও লুটপাটকারীদের শনাক্তের কাজ চলছে।