রবিবার , ১৪ জুলাই ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে বিকল্প ফসল ও সমন্বিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদক
the editors
জুলাই ১৪, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে বিকল্প ফসল ও সমন্বিত কৃষি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

জলবায়ু অভিঘাত মোকাবেলা ও জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা প্রসারের লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও অ্যাম্বাসি অব সুইডেন-এর সহযোগিতায় লিডার্স-এর ‘ক্রিয়া’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

লিডাসের্র প্রধান কার্যালয়ে অবস্থিত ক্লাইমেট অ্যান্ড অ্যাডাপটেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে রোববার (১৪ জুলাই) শেষ হওয়ায় এই প্রশিক্ষণে বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী ও পুরুষ দলের ৩০জন সদস্য অংশগ্রহণ করেন।

এতে প্রশিক্ষণ প্রদান করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মো: জামাল উদ্দীন।

২ দিনের প্রশিক্ষণে সমন্বিত কৃষি ব্যবস্থা সম্পর্কে ধারণা, জলবায়ু সহিষ্ণু কৃষি, ঘাতসহিষ্ণু শস্য জাত নির্বাচনের সাথে সম্পৃক্ত বিষয়বস্তু, শস্য বহুমুখীকরণ ও সাথী ফসল, উপকূলীয় লবণাক্ততার প্রেক্ষাপটে বীজ নির্বাচন ও ব্যবস্থাপনা, ভাসমান চাষ পদ্ধতি, মালচিং পদ্ধতি, সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা, উপকূলীয় এলাকায় উপযুক্ত সেচ ব্যবস্থাপনা ও বিকল্প চাষাবাদ সম্পর্কে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা, মনিটরিং
অ্যান্ড ইভ্যাল্যুয়েশন অফিসার জয়দেব কুমার জোদ্দার ও ফিল্ড ফ্যাসিলিটেটর সালমা সুলতানা।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!