ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে বিকল্প ফসল ও সমন্বিত কৃষি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
জলবায়ু অভিঘাত মোকাবেলা ও জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা প্রসারের লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও অ্যাম্বাসি অব সুইডেন-এর সহযোগিতায় লিডার্স-এর ‘ক্রিয়া’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
লিডাসের্র প্রধান কার্যালয়ে অবস্থিত ক্লাইমেট অ্যান্ড অ্যাডাপটেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে রোববার (১৪ জুলাই) শেষ হওয়ায় এই প্রশিক্ষণে বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী ও পুরুষ দলের ৩০জন সদস্য অংশগ্রহণ করেন।
এতে প্রশিক্ষণ প্রদান করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মো: জামাল উদ্দীন।
২ দিনের প্রশিক্ষণে সমন্বিত কৃষি ব্যবস্থা সম্পর্কে ধারণা, জলবায়ু সহিষ্ণু কৃষি, ঘাতসহিষ্ণু শস্য জাত নির্বাচনের সাথে সম্পৃক্ত বিষয়বস্তু, শস্য বহুমুখীকরণ ও সাথী ফসল, উপকূলীয় লবণাক্ততার প্রেক্ষাপটে বীজ নির্বাচন ও ব্যবস্থাপনা, ভাসমান চাষ পদ্ধতি, মালচিং পদ্ধতি, সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা, উপকূলীয় এলাকায় উপযুক্ত সেচ ব্যবস্থাপনা ও বিকল্প চাষাবাদ সম্পর্কে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা, মনিটরিং
অ্যান্ড ইভ্যাল্যুয়েশন অফিসার জয়দেব কুমার জোদ্দার ও ফিল্ড ফ্যাসিলিটেটর সালমা সুলতানা।