সোমবার , ১৫ জুলাই ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পাইকগাছায় দুই প্রতিবন্ধীকে ঘর তৈরি করে দিলেন ইউপি চেয়ারম্যান তুহিন

প্রতিবেদক
the editors
জুলাই ১৫, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় অসহায় ও সম্বলহীন একই পরিবারের ২ প্রতিবন্ধীকে ঘর তৈরি করে দিয়েছেন লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন।

সোমবার দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামে নির্মিত এই ঘর তাদের কাছে হস্তান্তর করেন তিনি।

সরেজমিনে গিয়ে জানা গেছে, কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের প্রতিবন্ধী স্ত্রী ফরিদা বেগম ও তার প্রতিবন্ধী ছেলে সোহাগ হাসান মুন্না দীর্ঘদিন ধরে মানবেতার জীবনযাপন করছিল।

প্রতিবন্ধী ফরিদা বেগম বলেন, ৯ বছর আগে আমার স্বামী মারা যায় এবং আমি মাজায় আঘাত পেয়ে প্রতিবন্ধী হয়ে যায়। আমার ছেলে মুন্না জন্মের ৯ বছর পর থেকে চলাফেরা করতে পারে না। সেই থেকে কষ্টে কাটছিল। এক পর্যায়ে লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের মোবাইল নাম্বরটি জোগাড় করে কথা বলি। তখন তিনি ধৈর্য সহকারে শুনে একটি থাকার ঘর করে দেয়ার আশ্বাস দিয়েছিলেন। আজ সেই ঘর আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমি দোয়া করি তিনি যেন মানুষকে সেবা করে যেতে পারেন।

এ বিষয়ে লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, আমি তাদের কথা শুনে তাদের বাড়িতে গিয়েছিলাম। সত্যিকার অর্থে মাথা গোজার ঠাইটুকু খুব জরাজীর্ণ ছিল। এজন্য তাদের একটি ঘর করে দিয়েছি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!