শুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে চাল, দুধলিয়া আশ্রয়ণ প্রকল্পের ৮টি ঘর ক্ষতিগ্রস্ত

প্রতিবেদক
the editors
এপ্রিল ২৮, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

ইলিয়াস হোসেন, তালা: কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে সাতক্ষীরার তালার উপজেলার খলিষখালী ইউনিয়নের দুধলিয়া আশ্রয়ণ প্রকল্পের একাধিক ঘরের চাল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের অন্তত আটটি ঘর।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে আকস্মিক ঝড়ে দুধলিয়া আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরের চাল উড়ে যায়।

স্থানীয় খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন জানান, কালবৈশাখী ঝড়ে দুধলিয়া আশ্রয়ণ প্রকল্পের বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাইদুল হক বাকি জানান, দুধলিয়া আশ্রয়ণ প্রকল্পের আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি ঘরের চাল, একটি ঘরের বারান্দার চাল ও কিছু ঘরের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুতই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!