ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জ উপজেলার ৮নং ভাড়াসিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর গাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাঈদ মেহেদী।
শুক্রবার রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আব্দুল গফুর গাজী বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ একজন বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন। তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।
একই সাথে তিনি শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিতব্য জানাযা নামাজে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান জানান।



















