বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

জামায়াত-শিবির নিষিদ্ধের খবরে সাতক্ষীরায় আনন্দ মিছিল

প্রতিবেদক
the editors
আগস্ট ১, ২০২৪ ১০:৪৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: জামায়াত-শিবিরকে নিষিদ্ধের ঘোষণায় সরকারকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় ছাত্র-যুব-নারী, শিল্পী-সাংবাদিক-আইনজীবী, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আনন্দ মিছিল করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টির মধ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলে সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করায় সরকারকে অভিনন্দন জানানো হয়।

বিকেলে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর থেকে একজন দুই জন করে শত শত মানুষ প্রেসক্লাবের সামনে চলে আসেন এ খবরের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য। এরপর সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মিছিল শহর প্রদক্ষিণ করলে শহরের স্বাধীনতাকামী সাধারণ মানুষ হাত নেড়ে মিছিলকারীদের অভিনন্দন জানান।

মিছিলে সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, শ্রমিক নেতা ছাইফুল করিম সাবু, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, ভূমিহীন নেতা আলী নুর খান বাবলু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎন্সা দত্ত, উদীচীর সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, আওয়ামী লীগ নেতা আ.হ.ম. তারেক উদ্দীন, শাহাদাৎ হোসেন, ডা. সুব্রত ঘোষ, শামীমা পারভীন রতœা, নাজমুন নাহার মুন্নি, যুব মহিলা লীগের সাবিহা হোসেন, সীমা সিদ্দিক, কৃষকলীগের অ্যাড. আল মাহামুদ পলাশ, ছাত্রনেতা আজমীর হোসেন, মেহেদী হাসান, শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম রবি, সৈনিক লীগের বাবু খান, বিকাশ চন্দ্র, আ.লীগ নেতা আনারুল ইসলাম রনি, আসাদুজ্জামান লাভলু, গৌরপদ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, শুধু ২০১৩ সালে সাতক্ষীরায় ১৬ জন মানুষকে নির্মমভাবে জীবন দিতে হয় জামায়াত শিবিরের সন্ত্রাসীদের হাতে। আজ সরকার যে যুগান্তকারী ঘোষণা দিয়েছে তাতে সাতক্ষীরার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করছে।

কণ্ঠশিল্পী শামিমা পারভিন রতœা বলেন, জামায়াত-শিবিরের হাতে মানুষের রক্ত। এটি পৃথিবীর ইতিহাসে একটি ঘৃণ্য বর্বর সংগঠন। তারা স্বাধীনতার স্বপক্ষের রাজনীতিক-শিল্পী-সাংস্কৃতিককর্মী বুদ্ধিজীবীদের হত্যা করেছে স্বাধীনতার আগে ও পরে। তাই সরকারের সিদ্ধান্তে আমরা সন্তষ্টি প্রকাশ করছি।

সাংবাদিক নেতা শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, জামায়াত-শিবির শুধু একাত্তরে পাকিস্তানি হানাদারদের খুনের সঙ্গী ছিলো না স্বাধীনতার পরেও সাতক্ষীরাসহ সারাদেশে স্বাধীনতার স্বপক্ষের মানুষদের হত্যা ও বাড়ি ঘর দোকানপাট লুণ্ঠনে সম্পৃক্ত ছিলো। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাতক্ষীরার কৃতিসন্তান জুবায়ের চৌধুরী রীমুকে নির্মমভাবে হত্যা করেছিল।

মানবাধিকারকর্মী মাধব দত্ত বলেন, ১৯৭১ সালে জামায়াত শিবির এদেশের নিরস্ত্র বাঙালি নারী পুরুষকে হত্যা করে, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করে। তারা এখনও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে থাকে। দেশ স্বাধীন হলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়ে জিম্মি করেছে। ছাত্রশিক্ষকদের হত্যা করেছে। এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী অপশক্তিকে নিষিদ্ধ করে সরকার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!