ডেস্ক রিপোর্ট: হাসিনার দেশত্যাগের পর সাতক্ষীরায় ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার ও বাজার মনিটরিংয়ের কাজ করছেন শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগস্ট) সকাল থেকে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারসহ সবগুলো গুরুত্বপূর্ণ বাজার মনিটরিং করতে দেখে গেছে শিক্ষার্থীদের।
শহরের সুলতানপুর বড় বাজার, টাউন বাজার, পুরাতন সাতক্ষীরা বাজার ও কদমতলায় বিভিন্ন দলে ভাগ হয়ে তাদের বাজার মনিটরিং করতে দেখা গেছে।
এ সময় পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটি তদারকি করতে দেখা গেছে তাদের। এ ছাড়াও প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। এসময় ত্রুটিপূর্ণ দোকানের মালিকদের সতর্ক করছেন তারা।
শিক্ষার্থী সুমা খাতুন বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। এই রাষ্ট্রের প্রতিটি স্তর সমস্যায় জর্জরিত। আমরা এই রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের সকল কার্যক্রম চালিয়ে যাব। বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দেব।
শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
বাজারে আসা বেশ কয়েকজন ক্রেতা জানান, শিক্ষার্থীদের এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে।
শিক্ষার্থী আশরাফুজ্জামান বলেন, সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো দ্রব্যমূল্য। এইজন্যই আমরা সাতক্ষীরা বড়বাজারসহ বিভিন্ন বাজারে মনিটরিংয়ে যাই। মূল্য নির্ধারণ ও সিন্ডিকেট মোকাবিলায় আমরা সদা তৎপর। সেজন্য বাজারের ক্রেতাদের এই বিষয়টি নিয়ে সতর্ক করি।