বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জের ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশেক মেহেদী আর নেই

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১০:৪৯ পূর্বাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশেক মেহেদী আর নেই।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আশেক মেহেদী উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের সামসুদ্দীন গাজীর ছেলে ও কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর বড় ভাই।

সাবেক এই সেনা সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা ও শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক ছিলেন।

মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আশেক মেহেদীর মৃত্যুতে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।

এদিকে, আছর বাদ পানিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। এসময় নৌবাহিনীর একটি টিম তাকে গার্ড অব অনার প্রদান করে।

তার জানাযায় কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, আওয়ামী লীগ নেতা অ্যাড. মোজাহার হোসেন কান্টু, সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমনসহ অংশ নেন সর্বস্তরের মানুষ অংশ নেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!