কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ৪৯টি মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৮ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে। তাই প্রস্তুতি সারতে যেন দম ফেলানোর সময় নেই প্রতিমা শিল্পীদের।
শিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ। এখন চলছে রঙের কাজ। সেই সাথে মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জার প্রস্তুতি।
কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন বলেন, প্রতিটি পূজামণ্ডপে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।