শনিবার , ৫ অক্টোবর ২০২৪ | ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

প্রতিবেদক
the editors
অক্টোবর ৫, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সভায় জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরা জেলায় আমি যতদিন আছি জেলার শিক্ষকদের কোনো অসুবিধা হতে দেবো না। শিক্ষকদের সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কোচিং বাণিজ্য চলবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক অফিসার নারায়ণ চন্দ্র, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. মুফতি আক্তারুজ্জামান, সাতক্ষীরা সিটি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম, আলিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম খোকন, লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্যাক্টর (ননটেক) সিদ্দিক আলী, অধ্যাপক রেজাউল করিম, সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কান্তি শর্মা, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন, আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল-আমিন প্রমুখ।

এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বন্ধু আলভেসকে ১ কোটি ৮০ লাখ টাকা পাঠিয়েছেন নেইমার

খুলনায় আদালতের এজলাসকক্ষে আগুন, ‘নাশকতা’ বলছে পুলিশ

শ্যামনগরে ২ দিনব্যাপী জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ সম্পন্ন

পানি ছাড়ার আগে সতর্ক করতে ভারতকে বার্তা দেওয়া হবে: রিজওয়ানা হাসান

পেরুতে স্বর্ণখনিতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭

মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

যে মামলায় গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

ইস্তেহারে উপকূলীয় মানুষের সুরক্ষার অঙ্গীকার সংযুক্ত করার আশ্বাস রাজনৈতিক নেতৃবৃন্দের

শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

তালায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে খলিলনগর ইউনিয়ন চ্যাম্পিয়ন

error: Content is protected !!