সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রায় ৫১তম জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদক
the editors
অক্টোবর ৭, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

চলতি মৌসুমে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার, কাবাডি ও দাবায় ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের টিম লিডার আঃ সালাম, ঘুগরাকিঠি ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ সুজাউদ্দী, বে সিন মিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সুচিত্র কুমার মন্ডল, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ খায়রুল আলম, জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবাজ হোসেন, হড্ডা ডি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার মন্ডল, ভাগবা মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক আমির আলী, কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার রায় ও চৌকুনী দাখিল মাদ্রাসার সুপার মোঃ গোলাম মোস্তফা।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন, শিক্ষক দিপক কুমার মিস্ত্রি, আঃ রাজ্জাক, হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন ও সাইফুল ইসলাম।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!