মাহমুদুল হাসান শাওন: দেবহাটায় জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার সখিপুর মোড়ে ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব সরদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি আফসার আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচএম ইমদাদুল হক, উদ্দীপন শিল্পগোষ্ঠীর হাসানুল বান্না, দেবহাটা উপজেলার নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও সখিপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর জিয়াউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল ওয়াহেদ, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুদ্দিন ময়না, সখিপুর ইউনিয়ন জামায়াতের সাবেক দুই আমীর যথাক্রমে মাওলানা শামসুর আরিফ ও সোলাইমান নদভী, দেবহাটা উত্তর ছাত্রশিবিরের সভাপতি মো. রোকনুজ্জামান, টিম সদস্য যথাক্রমে আব্দুর রব, মাওলানা কবির হোসেন, রবিউল ইসলাম, মফিজুল ইসলাম, হাফেজ আল-আমিন প্রমুখ।
পরে উদ্দীপন শিল্পগোষ্ঠী ও উপজেলার শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।