সুলতান শাহাজান, শ্যামনগর: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, সমবায় র্যালি ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উদ্যোগ ও কাজে অবদানের স্বীকৃতি হিসেবে সমবায়ীদের পুরস্কৃতও করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
আলোচনায় অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা নাছিমা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস, সাবেক অধ্যক্ষ ওসমান গনি, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, আব্দুস সামাদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার আবু কাওসার।