সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তালায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা শীর্ষক সংলাপ

প্রতিবেদক
the editors
নভেম্বর ৪, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ

তালা প্রতিনিধি: তালা উপজেলার উন্নয়নের অন্তরায় দুর্নীতি। দুর্নীতির কারণে উন্নয়ন টেকসই হয়নি। দুর্নীতি নির্মূল করে তালার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান, তালা উপশহরে বাইপাস সড়ক নির্মাণ, স্থায়ী বাসস্ট্যান্ড স্থাপন, তালা উপশহর সিসি ক্যামেরার আওতায় আনা, তালায় কেন্দ্রীয় ঈদগা নির্মাণসহ বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ কর‌তে হ‌বে।

সোমবার (৪ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমির হলরুমে

বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচির আওতায় আ‌য়ো‌জিত ‘

আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক

সংলা‌পে যুবরা এসব উ‌দ্যোগ গ্রহ‌ণের দা‌বি তো‌লেন।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপত্বিতে যুব সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশ গঠনে সকল‌কে এগিয়ে আসার আহবান জানি‌য়ে ব‌লেন, যুবদের বহিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ মানব সম্পদ হিসাবে তৈরি হতে হ‌বে।

উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা নয়ন হোসনের সঞ্চালনায় সংলা‌পে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিম, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মজিবুর রহমান প্রমুখ।

সংলাপে মাগুরা ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্র নেতা আনোয়ার হোসেন, যুব নেতা আজমির হোসেন ও ইসলামকাটি ইউনিয়ন ক্লাবের সদস্য সুমাইয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!