বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রতিবেদক
the editors
নভেম্বর ৬, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ

রিজাউল করিম: সাতক্ষীরায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার রুম্মান শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

এসময় উপ-সহকারী কৃষি অফিসার আফজাল হোসেন ও ইয়াছির আরফাত, কৃষক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৩ হাজার ৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হবে। এছাড়া ৫০ জন কৃষকের মাঝে খেসারি, ১৭০ জন কৃষকের মাঝে গম বীজ, ৬০ জন কৃষকের মাঝে পেঁয়াজের বীজ ও ১১০ জন কৃষকের মাঝে সূর্যমুখীর বীজ বিতরণ করা হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!