Sunday , 10 November 2024 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জের জাফরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ২ শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
admin
November 10, 2024 6:38 pm

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার (১০ নভেম্বর) মাদ্রাসার সামনে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

অভিযুক্ত শিক্ষকরা হলেন মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুস সাত্তার এবং সহকারী শিক্ষক ফারুক হোসেন।

শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন, আর্থিক কেলেঙ্কারি, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা এই দুই শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে বলেন, মাদ্রাসা সুপার আব্দুস সাত্তার নানা অনিয়ম ও নিয়োগ বাণিজ্য করেছনি। অন্যদিকে, সহকারী শিক্ষক ফারুক হোসেনও ক্লার্ক থেকে ভুয়া পদ সৃষ্টি করে অবৈধভাবে শিক্ষক হয়েছেন।

ওই দুই শিক্ষক পদত্যাগ না করলে তারা ক্লাসে ফিরবেন না বলেও ঘোষণা দেন।

সর্বশেষ - জাতীয়