সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার হাঁটছালা গ্রামে মানবেতর জীবনযাপন করছেন তিন সদস্যের একটি পুরুষ শূন্য পরিবার। এই পরিবারের একজন উপার্জনক্ষম হলেও আরেকজন ৮৫ বছরের বৃদ্ধা ও তৃতীয়জন মানসিক প্রতিবন্ধী।
একমাত্র উপার্জনক্ষম দিনমুজুর পাচি সরকারকেও তার স্বামী ফেলে রেখে গেছে ২৪-২৫ বছর হলো। তখন তার কোলে নবজাতক। সেই মেয়েকে অতিকষ্টে লালন পালন করে বড় করেছেন, বিয়ে দিয়েছেন।
দিনমজুরী দিয়েই মানসিক প্রতিবন্ধী ছোট বোন মনা সরকার (৩৫) ও বৃদ্ধ মা চারুবালা সরকার (৮৫) কে দেখাশোনা করেন তিনি।
সরেজমিন গিয়ে দেখা যায়, হাঁটছালা গ্রামে ধান ক্ষেতের মাঝখানে জরাজীর্ণ একটি খুপড়ি ঘরে ৮৫ বছর বয়সী রোগাগ্রস্ত বৃদ্ধ মা ও প্রতিবন্ধী বোনকে নিয়ে বসে আছেন পাচি সরকার।
সামনে ছোট স্যাঁতস্যাঁতে আঙিনা। সেখানেই পাটি বিছিয়ে বসে আছেন পাচি সরকারের মা ও প্রতিবন্ধী বোন। আর তার পাশে রান্নার করছেন পাচি সরকার। সারাদিনে একবার চুলা জ্বলে তাদের। বৃদ্ধা মার সবকিছুই সামলাতে হয় পাচি সরকারকে।
জানা গেছে, উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটগাছা গ্রামের সুশীল সরকার ও চারুবালা দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে। ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু বছর চারেক আগে হঠাৎ সুশীল সরকার মারা যাওয়ার পর বাড়ি ও জমি দখলের লক্ষ্যে প্রতিবন্ধী বোনসহ মাকে তাড়িয়ে দেয় ছেলেরা।
এরপর থেকে চারুবালা তার প্রতিবন্ধী মেয়ে মনা সরকার ও আরেক মেয়ে পাচি সরকারকে নিয়ে ধানক্ষেতের মাঝখানে খুপড়ি বেধে মানবেতর জীবনযাপন করছেন।
বৃদ্ধ চারুবালা জানান, মৃত্যুর আগে স্বামী তার নামে ভিটাবাড়িসহ তিন বিঘা জমি লিখে দিয়ে যান। সেই থেকে তিনি তার প্রতিবন্ধী মেয়ে মনা ও তিন ছেলে আশুতোষ, মনোরঞ্জন ও অরুনকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছিলেন। বাড়ির কাছেই বিয়ে দেন মেয়ে আরতি ও পাচি সরকারকে। কিন্তু মেয়ে পাচি সরকারের বিয়ের পর তিন মাস বয়সী সন্তানকে রেখে তার স্বামী চলে যায়। আর (পাচি সরকারের স্বামী) ফিরে আসেনি। এ কারণে মেয়ে পাচি সরকারও থাকতেন তাদের সাথে।
অভিযোগ করে তিনি বলেন, বছর চারেক আগে স্বামী মারা যাওয়ার পর থেকে তিন ছেলে তার নামে থাকা জমি নেওয়ার জন্য তার উপর চাপ দিতে থাকে। তিনি জমি তিন ভাই ও তিন বোনকে সমানভাগে ভাগ করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় ছেলেরা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এই নিয়ে বিরোধের জেরে ওই সময় চারুবালাকে তার প্রতিবন্ধী মেয়েসহ বাড়ি থেকে নামিয়ে দেয় ছেলে আশুতোষসহ অন্যরা । এরপর থেকে তিনি প্রতিবন্ধী মেয়ে মনাকে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়ান। তার অপর দুই মেয়েও ঠাঁই পায়নি না ওই বাড়িতে।
চারুবালা আরো বলেন, আমি শ্যামনগর থানাসহ বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েছি। কিন্তু আমার নামীয় জমি ও বাড়ি আজও ফিরে পাইনি। ফলে আমাদের এই দুর্দশার মধ্যে চলতে হচ্ছে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, পরিবারটির বৃদ্ধ মা বয়স্ক ভাতা পাচ্ছেন। মানবিক দিক বিবেচনা করে প্রতিবন্ধী মেয়েকেও ভাতাসহ সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে।