সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে জেন্ডার ট্রান্সফরমেটিত পরিবেশগত তত্ত্বাবধানে পুরুষও কিশোরদের সম্পৃক্তকরণ বিষয়ক সামাজিক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বেডস এর সহযোগিতায় পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ইকো-মেন প্রকল্পের আওতায় এই প্রচারাভিযানের আয়োজন করে।
হরিনগরের বেডস্’র সাইক্লোন সেন্টারে ইকো-মেন প্রকল্পের সাতক্ষীরা জেলা সমন্বয়ক মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় এই প্রচারাভিযানে প্রকল্প ম্যানেজার শামসুর রহমান শুভ, বেডস্ এর হিসাব রক্ষক ইমরান খান ও ইয়ুথনেটের ১২ ইউনিয়নের যুব প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় বক্তারা সুন্দরবন ও পরিবেশ নিয়ে আলোচনা করেন এবং জেন্ডার বৈষম্যদূরকরণে নারী পুুরুষ কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয় তুলে ধরেন।