মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদক
the editors
নভেম্বর ১২, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

বিলাল হোসেন: শ্যামনগরে লবণ সহিষ্ণু ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়।

বেসরকারি সংস্থা লিডার্স ও গিভ বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এই প্রশিক্ষণে উপকূলীয় এলাকার কৃষকদের সহায়তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে লবণ সহিষ্ণু ধানের বিভিন্ন জাত, চাষ পদ্ধতি, বীজ উৎপাদন এবং সংরক্ষণের আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বর্মন। উপস্থিত ছিলেন বিএডিসির উপপরিচালক মোঃ রমিজুর রহমান, বিনার বৈজ্ঞানিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া প্রমুখ।

সভার সভাপতি শুভেচ্ছা বক্তব্যে বলেন, লবণ সহিষ্ণু ধান চাষ উপকূলীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!