কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বাগালী মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নবযাত্রা প্রকল্প-২ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
বাগালী ইউনিয়ন মহিল সমবায় সমিতির সভাপতি মোছাঃ মারুফা খাতুনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ রোজিনা খাতুনের সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান, সমবায় অফিসের পরিদর্শক দীপন জোয়াদ্দার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অপারেশন ম্যানেজার বিভুদান বিশ্বাস, স্পেশালিস্ট রায়হান শেখ, নাসরিন হক চপলা, সমিতির সেক্রেটারি সংগীতা রানী, সহ সভাপতি বর্নালী রানী, সুজতা রানী মন্ডল, রহিমা খাতুন, পদ্মাবতী, হালিমা খাতুন, মনোয়ারা খাতুন, নাসিমা খাতুন প্রমুখ।
সভায় সমিতির সভাপতি মারুফা খাতুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ১২২ জন সদস্যের সম্মতিতে বাজেট অনুমোদন করা হয়।