সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করার দায়ে নুরনগর সেমি অটো রাইস মিলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার নুরনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন এই জরিমানা করেন।
তিনি জানান, উপজেলার নুরনগর বাজারে অবস্থিত নুরনগর সেমি অটো রাইস মিলে অভিযান চলাকালে পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করতে দেখা যায়।
এ সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করার দায়ে রাইসমিলটির সত্ত্বাধিকারী বখতিয়ার আহমেদ (৭৯) ও বিজয় কুমার সাহা (৬৬) কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।