কয়রা (খুলনা) প্রতিনিধি: ভিডব্লিউবি কর্মসূচির আওতায় কার্ডধারী দুস্থ নারীদের প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেয় সরকার। তবে এই চাল পান না কার্ডধারী উপকারভোগী। নিজে জানেনও না যে তার নামে কার্ড রয়েছে। অথচ এসব চাল প্রতি মাসে ঠিকই তুলে নেওয়া হচ্ছে।
এমনই একটি অভিযোগ উঠেছে খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল আজিজ সরদারের বিরুদ্ধে। অভিযোগ, তিনি হামিদা বেগম (৩০) নামে এক নারীর চাউল গত ২৩ মাস ধরে আত্মসাৎ করে আসছেন। এঘটনায় ভুক্তভোগী হামিদা বেগম চাউল উদ্ধার ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দুস্থ নারীদের খাদ্য সহায়তার লক্ষ্যে অনলাইনে আবেদন নেওয়া হয়। হামিদা বেগম অনলাইনে আবেদনের পর যাচাই বাছাইয়ের মাধ্যমে ২০২৩-২০২৪ চক্রে তালিকা ভুক্ত হন। তবে, সেটা তিনি জানতেন না। এই সুযোগে মেম্বার আঃ আজিজ সরদার তাকে চাউল প্রদান না করে সমুদয় চাউল নিজে উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
বিভিন্ন সময়ে জানতে চাইলেও তার নাম তালিকায় নেই বলে জানান ওই ইউপি সদস্য।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, পরে হামিদা বেগম বিশ্বস্ত সূত্রে জানতে পারেন তার নামে ভিডব্লিউবির কার্ড আছে এবং গত ২৩ মাসের চাউল উত্তোলনও করা হয়েছে।
এ বিষয়ে আমাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আঃ আজিজ সরদারের কাছে জানতে তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পাওয়া যায়।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।