স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টের একাদশে নাহিদ রানাকে না দেখে বেশ অবাকই হয়েছিলেন ইয়ান বিশপ। ধারাভাষ্য কক্ষে আতহার আলী খানের সঙ্গে আলাপে জানিয়েছিলেন সেটি।
দ্বিতীয় টেস্টে নাহিদের বোলিং বিমোহিত করেছে তাকে। মুগ্ধ হয়েছেন আরেক ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ও সাবেক স্পিনার স্যামুয়েল বদ্রিও।
নাহিদের গতির কাছে পরাস্ত হয়েই জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮ ওভারে ৬১ রান খরচ করে তিনি তুলে নেন ৫ উইকেট। অথচ ক্যারিবিয়ান পেসারদের সামনে বাংলাদেশি ব্যাটারদের সংগ্রাম করাটা নিয়মিত চিত্র বলা যায়। তবে বল হাতে বাংলাদেশও এখন পাল্টা জবাবের জন্য তৈরি বলে মনে করেন বিশপ।
সাবেক ক্যারিবিয়ান পেসার এক্সে লিখেন, ‘ক্যারিবিয়ান মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে নাহিদ রানা একদমই হতাশ করেনি। দীর্ঘ সময় ধরে বাংলাদেশি ব্যাটারদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। রানা সেই চিত্র পাল্টে দিয়েছেন। ’
ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে নিয়মিত বোলিং করতে পারা রানাকে রত্ন উল্লেখ করে বদ্রি লিখেন, ‘বাংলাদেশের হাতে একটি রত্ন রয়েছে। নাহিদ রানাকে অনেক কথা হয়েছিল এবং সে তা প্রমাণ করে দেখিয়েছে। তার গতি অবিশ্বাস্য, বাংলাদেশের ইতিহাসে দ্রুততম। তবে বলের ওপর তার নিয়ন্ত্রণ সমানভাবে প্রশংসনীয়। দিন দিন আরও ভালো হবে সে এবং বাংলাদেশ ক্রিকেট আরও উন্নতি করবে। ’