মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ৩, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এসব কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ঋশিল্পীর ফিজিওথেরাপিস্ট প্রশান্ত চক্রবর্তী, প্রতিবন্ধী মো. বায়জীদ হাসান, প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো.আতিকুজ্জামান সাহেদ ও প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবেশন অফিসার সুমনা শারমীন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!