তালা প্রতিনিধি: তালায় স্মার্ট প্রকল্পের আওতায় মাইক্রোফাইনান্স ও প্রকল্পভুক্ত কর্মকর্তাদের অংশগ্রহণে স্টাফ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উন্নয়ন প্রচেষ্টার সাসটেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়ান্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় সংস্থার প্রধান কার্যালয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্মার্ট প্রকল্পের ব্যবস্থাপক খায়রুজ্জামানের সভাপতিত্বে ও এমআইএস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমন্বয়কারী (প্রোগ্রাম) শাহনেওয়াজ কবীর, ক্রেডিট কো-অর্ডিনেটর গোলাম আজম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন হোসেন, আরএইচএল প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ গিয়াস, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, এমআইএস অফিসার সেফারুল আলম প্রমুখ। এতে স্মার্ট প্রকল্পের আওতাধীন ১৩টি শাখার শতাধিক কর্মী অংশগ্রহণ করে।
উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পিকেএসএফ এর সহযোগিতায় স্মার্ট প্রকল্পটি ৪ বছর মেয়াদে এক হাজার গো খামারির খামার ব্যবস্থাপনাসহ পরিবেশগত উন্নয়নে কাজ করবে।