মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রা ডাক অফিসের জরাজীর্ণ ভবন যেন ভূতের বাড়ি

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ১০, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ

মোঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার সীমানা প্রাচীর ঘেঁষে হেটে যেতেই চোখে পড়ে ব্রাঞ্চ পোস্ট অফিস। ভেতরে প্রবেশ করতেই দেখা যায় পুরাতন, জরাজীর্ণ পরিত্যক্ত ভবনের একটি কক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পোস্ট অফিসটির ছাদের প্রায় পুরো পলেস্তারা খসে পড়েছে। লোহার রডগুলো বেরিয়ে এসেছে। মরিচা ধরা এসব রডসহ ছাদের আস্তরণ যে কোনো সময় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মেঝের আস্তরণও উঠে গেছে। এছাড়া কর্মরতদের ব্যবহারের উপকরণগুলোও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

উপজেলা পোস্ট অফিস সূত্রে যানা গেছে, কয়রায় ১৭টি ব্রাঞ্চ পোস্ট অফিস রয়েছে। এর মধ্যে ৪নং কয়রা ব্রাঞ্চ অফিসটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। পোস্ট অফিসের তেমন কোন ভালো ভবন না থাকায় পাশের মাদ্রাসার একটি কক্ষে অফিসের কার্যক্রম পরিচালিত হতো। পরে ২০১১ সালের দিকে নিজস্ব জায়গায় নির্মাণ করা হয় পোস্ট অফিসের ভবন। ২০১৭ সালে ভবনটি একবার সংস্কার করা হয়। পরে গেল সাত বছরে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। এখন একেবারেই ব্যবহার উপযোগিতা হারিয়েছে ভবনটি।

৪নং কয়রা ব্রাঞ্চ পোস্ট অফিসের ডাক পিয়ন মোঃ রফিকুল ইসলাম বলেন, জরাজীর্ণ এ ভবনে বসে কাজ করতে গেলে ভয় লাগে। যে কোনো সময় ভেঙে পড়ার শংকা রয়েছে।

পোষ্ট মাস্টার মোঃ মহিববুল্লাহ বলেন, অফিসের অবস্থা খুবই খারাপ। পাশের মাদ্রাসার একটি কক্ষে বসে অফিসের কার্যক্রম চালাতে হচ্ছে। খুব কষ্ট করে চাকরির স্বার্থে আমরা এখানে দায়িত্ব পালন করছি।

পোস্ট অফিসের উদ্যোক্তা সালাহউদ্দীন মুকুল বলেন, অফিসের সব আসবাবপত্র থেকে শুরু করে সকল যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এখন সেগুলো দিয়ে কাজ করা যায় না। সংশ্লিষ্ট দপ্তরে বার বার বলার পরেও সেগুলো মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

কয়রা উপজেলা পোস্ট মাস্টার মোঃ অলিউর রহমান বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে এসে বিভিন্ন অফিসের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। আমরা ব্রাঞ্চ পোস্ট অফিসের জরাজীর্ণ ভবনগুলোর তালিকা করে পাঠিয়েছি। নির্দেশনা পেলে সংস্কারের কাজ শুরু হবে।

খুলনা বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মিরাজুল হক বলেন, ব্রাঞ্চ পোস্ট অফিসের ভবনগুলো প্রজেক্টের মাধ্যমে হয়। এর আগে গ্রামীণ ডাকঘর নির্মাণ নামে প্রকল্প ছিল। কিন্তু নতুন কোন প্রকল্প এই মুহূর্তে আমাদের নেই। প্রস্তাবনা পাঠানো হয়েছে। নতুন প্রকল্প পাশ হলে ব্রাঞ্চ পোস্ট অফিসগুলো সংস্কারের কাজ শুরু হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

বিচ্ছেদের পর স্বর্ণের দোকানে কাজ করতেন নিপুণ

জাতীয় পার্টিসহ শরিকদের আসনে প্রার্থী রাখবে না আওয়ামী লীগ

বেনাপোল বন্দর পরিদর্শনে প্রণয় ভার্মা, বাণিজ্য সম্প্রসারণে সড়ক প্রশস্ত করার উপর গুরুত্বারোপ

বরাদ্দের অর্ধেক চাল দেওয়া হচ্ছে জেলেদের, বাকী চাল কোথায়?

যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফিরিয়ে নিচ্ছে ভারত

দুর্নীতিতে আ.লীগ-বিএনপির মধ্যে পার্থক্য নেই : জাপা মহাসচিব

মোংলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

মার্টেলো কাপে চাঁদনীমূখা চ্যাম্পিয়ন, সুন্দরবন প্রেসক্লাব রানার্সআপ

সাতক্ষীরা পরিবার পরিকল্পনার ডিডিকে বান্দরবনে স্ট্যান্ডরিলিজ

error: Content is protected !!
preload imagepreload image