রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা পরিবার পরিকল্পনার ডিডিকে বান্দরবনে স্ট্যান্ডরিলিজ

প্রতিবেদক
the editors
আগস্ট ২৭, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহাকে বান্দরবনে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে।

গত ২৪ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে স্ট্যান্ডরিলিজ করা হয়।

প্রজ্ঞাপনে রোববারই (২৭ আগস্ট) তাকে সাতক্ষীরার কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। অন্যথায় ২৭ আগস্ট অপরাহ্নে তিনি তাৎক্ষণিক অবমুক্ত হবেন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগে অর্থ বাণিজ্য, ডেপুটেশন বাণিজ্য, স্টাফদের হয়রানিসহ অনিয়ম দুর্নীতি চরম আকার ধারণ করে। এসবের ভাগবাটোয়ারা নিয়ে দীপক কুমার সাহার ওপর ক্ষুব্ধ হন স্থানীয় এক জনপ্রতিনিধি। সেই সাথে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে তার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করেন এক ব্যক্তি। এসব কারণেই তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এ বিষয়ে কথা বলতে উপপরিচালক দীপক কুমার সাহার সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!