মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় আগামী ২ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
সভায় স্বাস্থ্য পরিদর্শক আব্দুর শহীদের সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মোঃ আলী হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক আফিয়া দিল রুবা শিরিন।
আলোচনা শেষে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাজু আহমেদ।