ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার মেসার্স রাকিন ব্রিকসে অভিযান চালিয়ে ক্ষতিকর টায়ারের কালি জ¦ালানি হিসেবে ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল এলাকায় অবস্থিত ভাটাটিতে এই অভিযান চালানো হয়।
অভিযানে নতৃত্ব দেন,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় তার সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জানান, মেসার্স রাকিন ব্রিকস-এ পরিবেশের জন্য ক্ষতিকর টায়ারের কালি জ¦ালানি হিসেবে ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে হাতেনাতে ৩০ বস্তা টায়ারের কালি জব্দ করে বিনষ্ট করা হয়। একই সাথে ইটভাটার মালিক সাইফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদ- প্রদান করা হয়।