কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় আওয়ামী লীগের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর বাড়ি দখল করে মাদ্রাসা চালুর ব্যাপারে মিথ্যাচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কয়রা আইডিয়াল প্রি ক্যাডেট মাদ্রাসার সুপার মোঃ সাইফুল্লাহ।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মাদ্রাসার সুপার বলেন, সম্প্রতি এমপি বাবুর বাড়ি দখল করে মাদ্রাসা চালু বিষয়ক যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত ঘটনাটি হলো, গত ১ জানুয়ারি জমির মালিক মদিনাবাদ গ্রামের আজিম উদ্দিন সরদারের ছেলে মোঃ শাহাবুদ্দিন সরদার ও আমিন উদ্দিন সরদারের ছেলে আব্দুল্লাহ সরদারের নিকট হতে ২শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ৩ বছরের চুক্তিতে ঘর ভাড়া নিয়ে মাদ্রাসাটির কার্যক্রম শুরু করা হয়। সেখানে জায়গা বা ঘর দখলের মত কোন ঘটনাই ঘটেনি। সকল নিয়ম কানুন মেনেই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২ শতাধিক কোমলমতি শিক্ষার্থী ও ১১ জন শিক্ষক কর্মচারী রয়েছে।
সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।