বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আ. লীগের পথেই হাঁটছে এই সরকার: আনোয়ার-উল-আলম

প্রতিবেদক
the editors
জানুয়ারি ৮, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক | বাংলাদেশে গ্যাস পর্যাপ্ত ও দাম সস্তা হওয়ার কারণেই ব্যাপক হারে শিল্পকারখানা গড়ে উঠেছিল। কারণ বাংলাদেশে ইনভেস্টমেন্ট অনেক হাই, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সব কিছুই ডেভেলপমেন্ট করতে হয়।

ব্যাংক সুদের হারও অনেক হাই। যেহেতু গ্যাসের দাম অনেক সস্তা ছিল এবং অন্যান্য দেশের তুলনায় কম টাকায় শ্রমিক পাওয়া যেত—এসব কারণে দেশে শিল্পকারখানা হয়েছিল।

বর্তমানে গ্যাসের দাম এমনিতেই অনেক বাড়তি, তার পরও যখন আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে তার মানে এই বাংলাদেশের নীতিনির্ধারকরা চাচ্ছে না ম্যানুফ্যাকচারিং খাত থাকুক। সরকারের এসব সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে, তারা সার্ভিস সেক্টরে চলে যাবে। এই দেশে ম্যানুফ্যাকচারিং খাতের আর দরকার নেই। স্পষ্টভাবেই বুঝা যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং খাত বাংলাদেশে থাকুক এই সরকার সেটি চাচ্ছে না।

নতুন করে গ্যাসের দাম বাড়ালে কোনো অবস্থায়ই ইন্ডাস্ট্রি খাত প্রতিযোগিতামূলক হবে না। ইন্ডাস্ট্রির পণ্য উৎপাদন ব্যয় যদি প্রতিযোগিতামূলক না হয় তাহলে তো ইন্ডাস্ট্রি করে কোনো লাভ নেই। এই দেশে যেহেতু বিপুল পরিমাণ জনসংখ্যা, তাই ম্যানুফ্যাকচারিং খাত ছাড়া বিকল্প কিছু করার চিন্তা করাটাই ভুল হবে আমাদের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য। আওয়ামী লীগ সরকার আগে যা বলে গেছে, এই সরকার একই পথে হাঁটছে।

ইকোনমিক জোন ছাড়া কোথাও ইন্ডাস্ট্রি করা যাবে না—এর মাধ্যমে বিনিয়োগকারীরা বুঝতে পারছেন এই সরকারের ম্যানুফ্যাকচারিং খাতে যাওয়ার আর কোনো সদিচ্ছা নেই।

লেখক : সভাপতি, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!