শ্যামনগরের গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ডিসেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়নের চকবারায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফোরামের সভাপতি শেখ আমীর হোসেনের সভাপতিত্বে ফোরামের সম্পাদক আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ সালমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও স্থানীয় নেতৃবৃন্দের সম্পৃক্ততা বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি