ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) শহরের একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, শহর জামায়তের আমীর মো.জাহিদুল ইসলাম বকুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহী, দিনকালের আব্দুল বারী, বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট এবং আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম প্রমুখ।
ইফতার মাহফিলে সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, মমতাজ আহমেদ বাপী, এম কামরুজ্জামান, রামকৃষ্ণ চক্রবর্তী, রুহুল কুদ্দুস, আমিনুর রশীদ, মোশারফ হোসেন, গোলাম সরোয়ার, খায়রুল বদিউজ্জামান, মো: আসাদুজ্জামান, শহীদুল ইসলাম, আসাদুজ্জামান সরদার, এম রফিক, মনিরুল ইসলাম মনি, আক্তারুজ্জামান বাচ্চু, আহসানুর রহমান রাজীব, ইব্রাহিম খলিল, মহিদার রহমান, এম বেলাল হোসাইন, মেহেদী আলী সুজয়, রিজাউল করিম, ইব্রাহিম খলিল, হোসেন আলী, হাবিবুর রহমান সোহাগ, এসএম জিন্নাহসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন।